মিড -ডে মিল বাদেও খুদে পড়ুয়াদের উপহার কমলালেবু আপেল ! 

Social

মলয় দে নদীয়া :-মিড ডে মিল বহির্ভূত মরশুমী ফল খাওয়ানোর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। সপ্তাহ পিছু বরাদ্দ মাত্র কুড়ি টাকা। তা দিয়েই বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের সরকারের নির্দেশ অনুযায়ী, মিড ডে মিল বহির্ভূত মৌসুমী ফল সঙ্গে একটি করে ডিম দেওয়ার চেষ্টা করছেন।

নদীয়ার শান্তিপুরের দুর্গমনি শ্রী শপাঠশালা প্রাইমারি স্কুল, গাইনপাড়া প্রাথমিক বিদ্যালয়, তন্তুবায় প্রাথমিক বিদ্যালয়, সহ বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ তারা উদ্যোগ নিয়ে কাজ করে যাচ্ছেন। দুর্গা মনি শ্রী পাঠশালা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক জগত জ্যোতি সাহা জানিয়েছেন,’মরশুমী ফল হিসাবে শীতকালে কমলালেবু অন্যতম । বাচ্চারাও কমলালেবু খেতে ভালোবাসে। সেই কারণেই বেছে নেওয়া এই ফল।

তন্তুবায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মানস দে জানান, রাজ্য সরকারের প্রতিটি নির্দেশ আমরা মেনে চলে থাকি, যেমন ভাবে মিড ডে মিল দেওয়া হয় এর বাইরেও সরকার নির্দেশ দিয়েছে কুড়ি টাকা ছাত্রছাত্রী পিছু প্রতি সপ্তাহের বরাদ্ধের মধ্যে মৌসুমী ফল এবং একটা করে অতিরিক্ত ডিম সেদ্ধ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে । যদিও এখন কমলালেবু পিছু দাম ১০ টাকা এবং একটি ডিমের দাম ৭ টাকা। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি সপ্তাহে অন্তত দুটি দিন দুটি কমলালেবু এবং একটি ডিম দেওয়ার।

স্কুলের অতিরিক্ত পরিদর্শক সুমন্ত কুমার দাস বিদ্যালয় ঘুরে তা পরিদর্শন করেন, তিনি জানিয়েছেন,’সরকারের নির্দেশ অনুযায়ী মিড ডে মিলের সঙ্গে মৌসুমী ফল দেওয়ার উদ্যোগ বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ নিয়েছে। শিশুদের পুষ্টিগুড বাড়ানোর ক্ষেত্রে সরকারের এই নির্দেশ যথেষ্ট কার্যকর হতে চলেছে। আমরা সেটা স্কুল ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছি। বেশ কিছু স্কুল কর্তৃপক্ষ এই নির্দেশ মেনে তা কার্যকর করছেন। অভিভাবকদের জ্ঞাতার্থেও তিনি জানান, প্রত্যেক বিদ্যালয় এ ব্যবস্থা চালু হয়েছে কিনা তা দেখে নেওয়ার দায়িত্বও তাদের।

Leave a Reply