বাবু হক: পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা ব্লক ও বিধানসভার অন্তর্গত বালিচক গার্লস হাইস্কুল উচ্চ মাধ্যমিক এর শনিবার পথ পরিক্রমা র মধ্য দিয়ে তিন দিনের প্ল্যাটিনাম জয়ন্তী উৎসব শুরু হয়েছে, ষোল ও সতেরো, সোমবার ও মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে পর্যায়ক্রমে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বলে জানান প্রধান শিক্ষিকা অপর্ণা পণ্ডা আমাদের প্রতিনিধিকে ।
বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি ভবানী শঙ্কর মাইতি বলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা র আবক্ষ মূর্তি, বিশ্ব কবি রবীন্দ্র নাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করা হবে ।উৎসব সমিতির সভাপতি রঞ্জিত কুমার দাস বলেন পর্যায়ক্রমে নানান নক্ষত্রের উপস্থিতিতে উৎসবের আয়োজন করা হয়েছে ।প্রাক্তন প্রতিভাবান শিক্ষার্থী হাওড়া জেলার জয়পুর থানার অমরাগড়ি জিপি র ঘনশ্যাম চক ওস্তাদজী পাড়ার বাসিন্দা সিরাজাম মনিরার বলেন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি ও স্মরণীয় দিন গুলোর কথা স্মৃতি হয়ে থাকবে . সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সবসময়েই এই কামনা করি সকল প্রকার গুরু জনদের আমার বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি ।সকল সহপাঠীদের আন্তরিক শুভেচ্ছা রইল ।এক অভিভাবকা আম্বিয়া বেগম বলেন বিদ্যালয়ের শিক্ষিকা , শিক্ষা সহ কর্মী ও পরিচালন সমিতির সকলে মিলে মিশে একাকার হয়ে এগিয়ে নিয়ে চলেছেন প্রাণপ্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিনি সকলের সহযোগিতা কামনা করেন ।