মলয় দে নদীয়া:-বিভিন্ন দেবদেবীর পূজা উপলক্ষে, নানান জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকলেও । শুভরাজ অর্থাৎ শনিদেবের মন্দির , রেল স্টেশন বাস স্ট্যান্ডের পরিত্যক্ত স্থানে গড়ে ওঠা মন্দিরে, সামান্য কিছু ভক্তদের মধ্যে প্রচলিত আছে। তবে , গ্রহের ফেরে সর্বস্বান্ত করে দেয় মানুষের জীবন, আর তা থেকে মুক্তিপেতে পুজো। এমন বিশ্বাসই হাজার হাজার ভক্তবৃন্দ
প্রতিবছর পৌষ মাসের শেষ শনিবারে নদীয়ার বিভিন্ন প্রান্ত থেকে গ্রহ রাজের পুজো দিতে আসেন, করিমপুর এক নম্বর ব্লকের গ্রামীণ হাসপাতালের সামনে বহু প্রাচীন এক গ্রহ রাজ মন্দিরে।
ভক্তবৃন্দরা জানাচ্ছেন বিভিন্ন এলাকায় গ্রহরাজ অর্থাৎ শনি মন্দির থাকলেও এখানের বহু প্রাচীন এবং জাগ্রত। বিভিন্ন বিষয়ের মানত করে তা সুফল পেয়েছেন তারা।