মায়াপুর ইসকন মন্দিরে গিরিরাজ গোবর্ধন পুজো এবং গো-পুজো

Social

মলয় দে, নদীয়া: ভাতৃদ্বিতীয়ার শুভলগ্নে সোমবার সকাল থেকেই নদিয়ার মায়াপুর ইসকন মন্দিরে মহাসমারোহে শুরু হলো গিরিরাজ গোবর্ধন পূজা পাশাপাশি এদিন মন্দির প্রাঙ্গণে গো পূজা ও গো ক্রীয়া পালন করা হয় শাস্ত্রীয় মত অবলম্বন করে। কোভিড -১৯ বিপর্যয়ের কারণে এই বছর সম্পূর্ণভাবে সরকারি নির্দেশ কে মান্যতা দিয়ে ও স্বাস্থ্যবিধি মেনে মাক্স ও স্যানিটাইজার ব্যবহারের মধ্য দিয়ে গিরিরাজ গোবর্ধন পূজা দর্শন করার জন্য মাত্র একশো জন করে দর্শনার্থী প্রবেশ করানো হয় মন্দির প্রাঙ্গণে বলে এইদিন জানান ইসকন জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস।

এছাড়াও এদিন সন্ধ্যায় মন্দির প্রাঙ্গণে গিরিরাজকে দীপ দান করে মন্দির প্রাঙ্গণে প্রদক্ষিণ করা হয় বলেও জানান ইসকন জনসংযোগ আধিকারিক। অন্যান্য বছর গুলোতে প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকলেও এই বছর করোনা বিপর্যয়ের কারণে তার প্রক্রিয়া শিথিল করা হয়েছে বলেও এই দিন বলেন ইসকন আধিকারিক।

Leave a Reply