মলয় দে, নদীয়া:-সকাল থেকেই, নৃসিংহপুরের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ মিছিল পরিক্রমা করলো ধান-চাল ব্যবসার সাথে জড়িত চার শতাধিক কর্মী। ব্যাবসায়িক অতিরিক্ত মুনাফা লাভের কারণে সর্টেক্স বন্ধ রাখার ফলস্বরূপ কর্মহীন হয়ে পড়েছেন ওই অঞ্চলের অধিকাংশ মানুষ। খোলা বাজারে চালের দাম নিয়ন্ত্রণ হবার সম্ভাবনা দেখছেন অনেকে।
কিছুদিন আগে স্থানীয় প্রধান শোভা সরকার, শান্তিপুর থানার ওসি সহ এক প্রশাসনিক মিটিংয়ে বন্ধ রাখা সর্টেক্স মালিকদের বর্তমান কোভিদ পরিস্থিতির কথা মাথায় রেখে, আপাতত খুলে রাখার নির্দেশ দেন। কিন্তু তাদের ব্যবসায়িক মুনাফা না থাকার কারণ দেখিয়ে, সঠিক স্কুলে রাখলেও ৪০ টাকার বদলে ৬০টাকা কুইন্টাল হিসাবে দাবী করছেন। ফলে খোলা থাকলেও কার্যত আজ ১০ দিন যাবত কুটিয়ালরা এবং ধান চাল ব্যবসায়ীরা বর্ধিত মূল্য না দেওয়ার কারণে, কর্মহীন হয়ে পড়েন অনেকেই।
ওই অঞ্চল থেকেই জেলা পরিষদের সদস্য রিক্তা কুন্ডু নির্বাচিত হয়ে, জেলা পরিষদের সভাধিপতি হয়েছেন। ওই এলাকার পাশে মেথির ডাঙ্গা অঞ্চলে একটি রক্তদান অনুষ্ঠানের উদ্বোধন করতে এসে,সভাধিপতি বিক্ষোভকারীদের দাবির মান্যতা দিয়ে, আজ দুপুর ১টা নাগাদ তাদের সমস্ত অভিযোগ শোনেন, এ বিষয়ে তিনি জানান, অল্প সংখ্যক কয়েকজনের জন্য এত মানুষ সমস্যায় পড়তে পারে না। তাদের নিয়ে অতি শীঘ্র আলোচনার ব্যবস্থা করছি সেখানে দুই পক্ষেরই প্রতিনিধি থাকবে। উভয় পক্ষই এই একই অঞ্চলের হওয়ায় নিশ্চয়ই সমাধান হবে।