উৎকর্ষ বাংলার উদ্যোগে শুরু হলো তাঁতের প্রশিক্ষণ

Social

মলয় দে নদীয়া :-বিজ্ঞানের প্রভূত উন্নতি সাধনে, স্বল্প মূল্যে বেশি উৎপাদনের নিরিখে হস্ত চালিত তাঁতের অবস্থা করুন হলেও, সরকারি উদ্যোগ মাঝে মধ্যে লক্ষ্য করা যায়।

বৃহস্পতিবার নদীয়ার শান্তিপুরে পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলার উদ্যোগে শান্তিপুর ইন্ডাস্ট্রিয়াল কো-অপারেটিভ সোসাইটির তত্ত্বাবধানে শুরু হল তাঁত এবং তাঁত সংক্রান্ত ড্রাম হাটা, শানা বোয়া, নলি পাকানো সহ না না বিষয়ে প্রশিক্ষণ । জানা যায়, প্রত্যেকটি ব্যাচে ষাট জন করে ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলা পুরুষ এই প্রশিক্ষণ নেবেন, প্রত্যেক ব্যাচ চলবে ৯০ দিন ধরে। আপাতত চারটি ব্যাচ চালানোর অনুমতি পাওয়া গেছে। চা টিফিন সহ প্রতিদিন ১০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন তারা অন্যদিকে শিক্ষান্তে সার্টিফিকেট, এবং কাজের নিশ্চিয়তা পাবেন বলেও জানিয়েছেন সমিতির সভাপতি অশোক ঘোষ। তবে তিনি এক্ষেত্রে বলেন, তাদের সোসাইটির একটি বড় জায়গায় সরকারি উদ্যোগে একটি কাপড়ের হাট হতে চলেছে। এবং সেখানেই প্রশিক্ষণপ্রাপ্তদের উৎপাদিত পণ্য বিক্রয় করা হবে।

শান্তিপুরে প্রায় প্রত্যেক ঘরে ঘরেই তাঁত সংক্রান্ত বিষয়ে, অল্পবিস্তর জানা আছে অনেকেরই। প্রশিক্ষণ নিতে আসা মহিলারা জানান, বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নিত্য নতুন ডিজাইন, গুণগত মান, এবং উৎপাদনের কৌশল শিখতে এসছেন তারা। এ ধরনের সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা, অন্যদিকে সমিতির কাছেও কৃতজ্ঞতা স্বীকার করেন।
আজকের এই অনুষ্ঠানে, উপস্থিত ছিলেন শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, বেঙ্গল চেম্বার অফ কমার্সের দায়িত্বে থাকা তারক দাস, স্থানীয় কাউন্সিলর নরেশ লাল সরকার, শান্তিপুর হ্যান্ডলুম অফিসের আধিকারিক উৎপল বসাক বিভিন্ন এবং তাঁত বস্ত্র উৎপাদন এবং বিপণনে অভিজ্ঞ ব্যক্তিবর্গ।

Leave a Reply