নদীয়ার শান্তিপুরে পালিত হলো সারদা মায়ের ১৭০ তম আবির্ভাব তিথি

Social

মলয় দে নদীয়া :-১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার পৌষ মাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটির এক দরিদ্র ব্রাহ্মণ ধর্মপরায়ণ পরিবারে সারদা দেবীর জন্ম।তাঁর বিবাহপূর্ব নাম ছিল সারদামণি মুখোপাধ্যায়। মাত্র পাঁচ বছর বয়সে শ্রীরামকৃষ্ণের সহিত তার বিবাহ হয়। তবে কৈশোরের উপান্তে উপনীত হওয়ার পূর্বে তিনি স্বামীর সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাননি। তার জীবনীকারদের মতে, গার্হস্থ্য ও সন্ন্যাস জীবনের আদর্শ স্থাপন করার জন্য তারা উভয়ে অবিচ্ছিন্ন ব্রহ্মচর্যের অনুশীলন করেন।শ্রীরামকৃষ্ণের শিষ্যগণ তাকে আপন জননীর আসনে বসাতেন। গুরুর প্রয়াণের পর উপদেশ ও উৎসাহলাভের আশায় ছুটে আসতেন তার কাছে। সামান্য গ্রাম্য নারীর জীবন অতিবাহিত করলেও তিনি তার জীবৎকালে এবং পরবর্তীকালে ভক্তদের নিকট মহাশক্তির অবতার রূপে পূজিতা হতেন।

তাঁর ১৭০ তম আবির্ভাব তিথি উপলক্ষে, সারা রাজ্য ও দেশে, এমনকি পৃথিবীর বিভিন্ন দেশেও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে।

নদীয়ার শান্তিপুর বাগআঁচড়া রামকৃষ্ণ মিশনে, ভোর চারটেতে মঙ্গল আরতি বৈদিক স্রোত পাঠ, এলাকাবাসীদের নিয়ে খুবসকালে সমগ্র গ্রাম প্রভাত ফেরী করা হয় মায়ের প্রতিকৃতি নিয়ে। এরপর হোম যজ্ঞ ভজন গান তার বিভিন্ন বাণী আলোচনা ,বিশেষ পূজা অনুষ্ঠিত হয় সারাদিন ধরে। সন্ধ্যা আরতি তারপর পরবর্তীতে কলকাতার বিনাপানি সমিতির পরিচালনায় শ্রীরামকৃষ্ণ কে নিয়ে “সাধন পথে শ্রীরামকৃষ্ণ” নামে একটি গীতি আলেখ্য প্রদর্শন করা হয়।

Leave a Reply