মলয় দে, নদীয়া :-বর্তমান যুগে যখন মানুষ মোবাইল ফোনের মাধ্যমে মুহূর্তের মধ্যে সমগ্র বিশ্বের নিত্য নতুন আপডেট পেতে অভ্যস্ত হয়ে পড়েছি আমরা ঠিক তখনই আমাদের অন্তরালে, দিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার কৃষ্টি সংস্কৃতি।
বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান তো বটেই জগৎবিখ্যাত রাস উৎসবে এ ধরনের নানা বিষয় আজও লক্ষ্য করা যায়। তাদেরকে অনুপ্রাণিত করতে এবং সেই ঐতিহ্য বহন করে নদীয়ার শান্তিপুরের পাগলা গোস্বামী বাড়ির, প্রায় বিলুপ্ত হতে চলা তরজা গান, এবং নহবৎ সানাই
যা আজও প্রতি বছর এই বিগ্রহ বাড়িতে অনুষ্ঠান হয়ে চলেছে।
এলাকার একজন বাসিন্দা জানান, সানাই এর সুর সবার মন কাড়ে। রাসে প্রতিবছর শুনতে পাই খুব ভালো লাগে।