আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল নদীয়ার সৌমিলি

Social

মলয় দে নদীয়া :- আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সোনা জিতল কল্যাণী ব্লকের মদনপুরের চ্যাটার্জি পাড়ার মেয়ে সৌমিলি রায়। এবার তার লক্ষ্য অলিম্পিকে অংশগ্রহণ করে সোনা জেতা।

গত মাসে শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠিত হয় ষষ্ঠ সাউথ এশিয়ান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ। সেখানে অনূর্ধ্ব ১৫-এ বা কুমিতি ক্যাটাগরিতে অংশগ্রহণ করে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে সোনা জিতে নেয় সে। সেমিফাইনালে প্রতিপক্ষ বাংলাদেশকে হারিয়ে ফাইনালে ওঠার পর আসে তার এই সাফল্য। এছাড়াও সে টিম কাটা ক্যাটাগরিতে সিলভার মেডেল পেয়েছে। দেশের মুখ উজ্জ্বল করতে পেরে খুশি সৌমিলি ও তাঁর পরিবার। পুনেতে অনুষ্ঠিত অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল পাওয়ার পর আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ আসে। সৌমিলি জানিয়েছে তারা আগামী লক্ষ্য অলিম্পিক। সেটাকে পাখির চোখ করে পড়াশোনা পাশাপাশি জোরদার প্রশিক্ষণ চালিয়ে যেতে চায় সে।

সৌমিলি কল্যাণী শহরের স্প্রিংডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী। মাত্র সাড়ে তিন বছর বয়স থেকেই তার পড়াশোনার পাশাপাশি ক্যারাটেতে ঝোঁক তৈরি হয়। তার মা দেবযানী রায় স্কুল শিক্ষিকা এবং বাবা সন্দীপ রায় একজন রেলের পদস্থ আধিকারিক। চাকদাহে কোচ গৌতম দত্ত-এর কাছে নিয়মিত কোচিং চলে সৌমিলির। তার ব্ল্যাক বেল্ট আসে ন’বছর বয়সে ২০১৭ সালে। ১৪ বছরের সৌমিলি ইতিমধ্যে পাঁচবার রাজ্যস্তরে এবং একবার জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়েছে। সৌমিলির মা দেবযানি দেবী বলেন, বিশ্বের দরবারে মেয়ে

ক্যারাটে নিয়ে অনেক দূরে যেতে চায়। তবে সেটা খুবই ব্যয় সাপেক্ষ ব্যাপার। এই ক্ষেত্রে সরকারি সহযোগিতা পাওয়া গেলে ভালো হতো।

Leave a Reply