মলয় দে নদীয়া:-ভারতের ছাত্র ফেডারেশন শান্তিপুর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে ২৩ শে জানুয়ারি দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামের পথপ্রদর্শক বীর সন্তান নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলেও এই প্রথম নাচ গান আবৃত্তি ছবি আঁকা কলাকুশলীদের নিয়ে প্রতিযোগিতার আয়োজন করে নদীয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরী র পাশে কৃত্তিবাস জনকল্যাণ কেন্দ্রে।
কুয়াশার জন্য নির্ধারিত সময়ের থেকে কিছুটা দেরিতে অংকন প্রতিযোগিতা শুরু হলেও বেলা বেড়ে স্বাভাবিক পরিস্থিতি হওয়ার সাথে সাথে গান নাচ আবৃত্তি ঠিকঠাক সময়েই শুরু হয়। এদিন ছাত্র সংগঠনের পক্ষ থেকে জানানো হয় প্রতিটা বিষয়ের বয়স ভিত্তিক তিনটি বা তার বেশিও বিভাগ রয়েছে প্রত্যেক বিভাগ থেকেই প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারীদের ট্রফি এবং পুরস্কার দেওয়া হবে। ছবি আঁকা এবং নাচের ক্ষেত্রে অভূতপূর্ব সারা পাওয়া গেছে এই দুটো বিষয়েই প্রায় ৫০০ জন প্রতিযোগী প্রতিযোগিনী অংশগ্রহণ করেছেন তবে আবৃত্তি গানেও নেহাত সংখ্যা কম নয়।
সবচেয়ে বড় কথা হল ছাত্র-ছাত্রীদের মাঝে দেশ বরেণ্য স্বাধীনতা সংগ্রামের পথিকৃৎ বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু র জীবন শৈলী তার অভিজ্ঞতা বর্তমান পরিস্থিতিতে তার বিভিন্ন আলোচিত কথা র প্রাসঙ্গিকতা বোঝানো সম্ভব হয়েছে। অন্যদিকে তাদের সাথে অভিভাবকেরাও কৃষ্টি সংস্কৃতির সাথে তাদের সন্তানদের যুক্ত রাখতে পেরে আনন্দিত। বর্ধমান এবং কলকাতা থেকে বিচারক মন্ডলী আনা হয়েছে প্রতিযোগিতার স্থানীয় পক্ষপাতিত্ব র সম্ভাবনা এড়াতে।