নদীয়ার শান্তিপুর কলাতীর্থে তিন সপ্তাহব্যাপী চিত্র প্রদর্শনী

Social

মলয় দে নদীয়া:- ৩৮ তম নদীয়া জেলা বইমেলা এবার শান্তিপুরে। সেই কারণে জেলার বিভিন্ন প্রান্ত থেকে, সংস্কৃতি প্রবণ বইপ্রেমী মানুষদের আনাগোনা নিত্য অহরহ। শান্তিপুর পাবলিক লাইব্রেরির মাঠে বইমেলার ঠিক পাশেই কলা তীর্থ অবস্থিত । ঠিক এমনই সময়, সেখানে যদি একটা চিত্র প্রদর্শন করা যায়, তাহলে একদিকে যেমন বইমেলায় আগ্রতদের বাড়তি মনোরঞ্জন দেওয়া যায় তেমনি, শান্তিপুরেরই এক প্রতিভাবান শিল্পীর কর্মকাণ্ড তুলে ধরে যায়। এমনি চিন্তাভাবনা করেছিলেন শান্তিপুরের অপর এক চিত্রশিল্পী রনেন্দ্র জিৎ শী। জানিয়েছিলেন শান্তিপুরের অপর চিত্রশিল্পী অখিলেশ রায় কে। মূলত এই তিন শিল্পীর শিল্পকর্ম প্রদর্শিত হয় আর্ট গ্যালারি তে।

নিশীথ বাবু একজন শিল্পী মানুষ, পরাধীন ভারতে জন্মগ্রহন করেছিলেন। কর্মজীবনে রেলে চাকরি করতেন, চিত্তরঞ্জন লোকোমোটিভে। 1959 সালে চাকরিতে যোগদানের পর রেলের একটি প্রতিযোগিতায় রেল ইঞ্জিন এঁকে প্রথম স্থান অধিকার করেন।
নিশিথ বাবু চাকরি থেকে অবসর নেন 1996 সালে। ৮৬ বছর বয়স্ক এই জেষ্ঠ্য নাগরিক শান্তিপুর এবং কলকাতার বিভিন্ন জায়গা ছাড়াও তাঁর চিত্র প্রদশর্নী করেছেন দিল্লি, নেপাল,সিমলা সহ বিভিন্ন জায়গায়।কলাতীর্থে” নিশিথ বাবুর প্রদর্শনী চলছে ১৮ই ডিসেম্বর পর্যন্ত। প্রচলিত আকার ধারণা থেকে একটু অন্যরকম তার শিল্পকর্ম, ছবি মানেই রং তুলি নয়, ছবির সাথে, প্রাকৃতিক এবং অন্যান্য উপাদানের মিশ্রণ। এ প্রজন্মের পাখিদের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply