নিউজ সোশ্যাল বার্তা, ২৬শে নভেম্বর ২০১৯,মলয় দে,নদীয়া:- প্রথামত কালীপুজোর দিনই শান্তিপুর শহরের ১৮ নম্বর ওয়ার্ডের তোপখানা পাড়ার রাধানগর বারোয়ারীতে পূজিত হয়েছিলেন মা কালী। কিন্তু সেই রাতে, সাম্প্রদায়িক বিভেদকারী কিছু অশুভ শক্তির ঘৃণ্য অপরাধে কালিমালিপ্ত হয়েছিল ওই এলাকা শহরের শান্তিপুরের ধর্মপ্রাণ মানুষের ভাবাবেগ।
প্রশাসনিক বিচারাধীন বিষয়টির তদন্ত চললেও, ধর্মপ্রাণ মানুষের বিশ্বাস, এবং ধর্মীয় রীতি অনুযায়ী আজ ওই মন্দিরে শুদ্ধিকরণ অভিষেকের এর মাধ্যমে পুনরায় কালীপুজো অনুষ্ঠিত হলো।
উদ্যোক্তা বারোয়ারি সহ সকলেই মাতলেন পুজোর আনন্দে। বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান “ব্রাহ্মণ পরিবারে জন্ম গ্রহণ করায়, যে কোন পুজোর রীতিনীতি সম্পর্কে আমি সচেতন। যে কোন ধর্মীয় বিশ্বাসের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। তাই এলাকাবাসীর ভাবাবেগ অক্ষুন্ন রাখতে এইতো আমি নিজেই নিয়েছি।”
Whats App : 9434158779