বাবা সবজি ব্যবসায়ী ! উচ্চমাধ্যমিকে দ্বিতীয় বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ

Social

সোশ্যাল বার্তা: বাবা পেশায় সবজি ব্যবসায়ী। আর্থিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষার রাজ্য দ্বিতীয় স্থান অধিকার করেছে বক্সিরহাট হাই স্কুলের ছাত্র তুষার দেবনাথ। তার প্রাপ্ত নম্বর ৪৯৬।

তুষার তুফানগঞ্জ ২ ব্লকের ভানুকুমারী ১ গ্রাম পঞ্চায়েতের লিচুতলার বাসিন্দা।তার এই সাফল্যে খুশির হাওয়া বইছে গোটা গ্রাম এবং তার স্কুলে।তুষার বলেন, আট জন গৃহ শিক্ষকের কাছে পড়াশোনা করেছি। বাবা মা সব সময়ই আমার পাশে থেকেছেন।

আমার এই সাফল্যের পেছনে গৃহশিক্ষক, স্কুলের শিক্ষক প্রত্যেকেরই যথেষ্ট অবদান রয়েছে। আগামী দিনে অ্যাস্ট্রো ফিজিক্স নিয়ে পড়াশোনা করে গবেষণা করতে চাই।

Leave a Reply