নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় প্রতিষ্ঠিত পীরেরহাট জগদ্ধাত্রী মাতা সম্প্রীতির বার্তা বহন করে

Social

মলয় দে নদীয়া :-চন্দনগর ও কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোকে টেক্কা দিয়ে শান্তিপুরের জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। শোভাযাত্রায় আলোকসজ্জার উপরে থাকছে বিশেষ আকর্ষণ। মন্ডপ সজ্জাতেও টেক্কা দিচ্ছে একে অপরকে।

শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের পীরেরহাট বারোয়ারি সবথেকে প্রাচীন। এই মন্দিরের জগদ্ধাত্রী প্রতিমা পীরেরহাট নামেই পরিচিত। জানা যায় প্রায় ৩০০ বছরেরও প্রাচীন এই জগদ্ধাত্রী প্রতিমা রাজা কৃষ্ণচন্দ্রের হাত দিয়ে স্থাপিত হয়। এখনো চিরাচোরিত নিয়ম মেনে পুজিত হয় প্রতিমা। এবছর আলোকসজ্জার উপরে বেশ কিছু চমক আনছে বারোয়ারি। মন্ডপ সজ্জার কাজ চলছে জোর কদমে, এছাড়াও প্রতিমা তৈরীর কাজ চলছে জোর কদমে। অন্যদিকে
শান্তিপুর সুত্রাগড় অঞ্চলের কদবেল তলা বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। মন্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা তৈরীর কাজ চলছে জোর কদমে। উদ্যোক্তারা জানিয়েছেন এ বছর তারা বিশেষ আলোকসজ্জার উপরে নজর দিয়েছেন। তবে অতি মারিতে শিক্ষা প্রতিষ্ঠান হারিয়ে গিয়েছিল, ছাত্রছাত্রীরা আবার বিদ্যালয় মুখি হয়ে যাতে পড়াশোনায় জোর দিতে পারে তার উপরেই বিশেষ আলোকসজ্জা থাকছে এবছর। তবে জগদ্ধাত্রী প্রতিমার সাজ সজ্জাতেও বিশেষ আকর্ষণ থাকছে বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply