কোটি টাকার আম বাগানের দখলদারি নিয়ে চরম উত্তেজনা ! ঘটনাস্থলে পুলিশ বাহিনী

Social

দেবু সিংহ,মালদা: কোটি টাকার আম বাগানের দখলদারি নিয়ে চরম উত্তেজনা ছড়ালো ইংরেজবাজার থানার উত্তর যদুপুর এলাকায়। বোম, পিস্তল, ধারালো অস্ত্র নিয়ে দুষ্কৃতীরা এদিন ওই আমবাগান দখল করতে আসে বলে অভিযোগ । এই ঘটনার সময় জমির মালিক বলে নিজেদের দাবি করা জামিল ইসলাম ও তার পরিবারের লোকেরা বাঁধা দিলে তাদের ওপর অস্ত্র উঁচিয়ে হামলা চালানোর চেষ্টা চালায় দুষ্কৃতীরা। এনিয়ে গোটা গ্রামে হৈচৈ শুরু হয়ে যায়।

গোলমালের খবর পেই তড়িঘড়ি ঘটনাস্থলে ইংরেজবাজার থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। পরিস্থিতি বেগতিক দেখে দুষ্কৃতীরা এলাকা থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় মহম্মদ জামিল ইসলাম ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার ব্লকের যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের উত্তর যদুপুর এলাকায় ছয় বিঘা জমির দখলদারি নিয়েই এদিন শুরু হয় গোলমাল । যদিও এই জমিটি নিয়ে আদালতে একটি মামলা চলছে। এদিন জগদীশপ্রসাদ ভগৎ নামে জনৈক এক ব্যক্তি দলবল নিয়ে আমবাগানটি দখল করতে আসে বলে অভিযোগ। ওই আম বাগানের প্রকৃত মালিকেরা জমি দখল করার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে তখনই সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালানোর চেষ্টা চালায় বলে অভিযোগ।

জমির প্রকৃত মালিক আব্দুল সাত্তার মন্ডলের ওয়ারিস মহম্মদ জাবিল ইসলাম বলেন, ঠাকুরদাদার আমলের এই জমি চক্রান্ত করে এবং কৌশলে হাত বদল হয়েছে। এই জমি আমাদেরই রয়েছে। কিন্তু এখন এলাকার কিছু জমি মাফিয়ারা বলছে সেটি নাকি বিক্রি করে দেওয়া হয়েছে। কে বিক্রি করলো, কিভাবে বিক্রি হলো তা কিছুই বুঝতে পারছি না। বিগত দিনের রেকর্ডে আমাদের ঠাকুরদাদারদের নাম রয়েছে। আর এখন মিথ্যা ভাবে সেই জমি দখলের চেষ্টা করছে অভিযুক্তরা। এদিন জোর করে এই জমির সীমানা পাঁচিল দেওয়ার চেষ্টা করছিল স্থানীয় কিছু জমি মাফিয়ারা । তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানায়। তখনই ওরা মারমুখী হয়ে ওঠে । পুলিশকে পুরো ঘটনার ব্যাপারে জানানো হয়েছে।

এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সে জগদীশপ্রসাদ ভগত অবশ্য ঘটনাস্থলে না থাকায় তার সঙ্গে কোনো রকম ভাবে যোগাযোগ করা যায় নি । তবে ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যারা এদিন হামলা চালানোর পরিকল্পনা নিয়েছিল , তাদের খোঁজ শুরু করা হয়েছে।

Leave a Reply