মলয় দে, নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর ব্লকের বাথনা দুর্লভ পাড়া এলাকা থেকে ১৬ বছর বয়সী এক বিবাহিতা নাবালিকাকে উদ্ধার করল শান্তিপুর থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, গত চার দিন আগে ওই নাবালিকা পাশের গ্রামের একটি যুবকের সাথে চলে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও সন্ধান না মেলায় শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার শান্তিপুর থানার পুলিশ বাথনা এলাকার ওই যুবকের বাড়ি থেকে উদ্ধার করে ওই বিবাহিতা নাবালিকাকে। পুলিশ সূত্রে জানা যায় ওই নাবালিকাকে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে মেডিকেল করিয়ে রানাঘাট এসি জিএম কোর্টে পাঠানো হবে। এরপর আইনানুগ সমস্ত নিয়ম অনুযায়ী মেনে বাকী প্রক্রিয়া সম্পন্ন হবে ।
