দুটি হাত ছোট পেয়েছেন “ক্রীড়াগুরু” সম্মান ! নদীয়ার জগবন্ধু বাবুর হাত ধরেই বাংলার প্রাচীনতম খেলা খোখো আবারো পুনরুদ্ধার হতে চলেছে

Social

মলয় দে নদীয়া:- জন্ম থেকেই দুটি হাত ছোটো, লেখাপড়া শিখেছেন পা দিয়ে লিখে। তাতে কি ? তিনি হাতবিহীন জগন্নাথের মতই ভগবান এই খেলা করে চাকরি পাওয়া বেশ কিছু ছেলে মেয়ের কাছে। তিনি নিয়মিত খো খো খেলার প্রশিক্ষক নদীয়ার চাকদহের জগবন্ধু মন্ডল।

বাড়ি নদীয়ার চাকদহ থানার দোয়ারডাঙ্গা এলাকায়। বয়স ৫০ পেরিয়েছে তাতেও থেমে থাকেননি তিনি। প্রতিদিন বিকেল হলেই বিনা পারিশ্রমিকের নিজের অর্থ ব্যয়ে টিফিন খাইয়ে প্রায় শতাধিক ছেলেমেয়েদের খো খো খেলার প্রশিক্ষণ দিয়ে থাকেন তিনি নিজে। ধুবুলিয়া একটি বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষার সময় তিনি পায়ে লিখে পরীক্ষা দিয়েছিলেন ,সেই সময় খো খো খেলার কর্মশিক্ষা পরীক্ষায় যোগ দিয়েছিলেন মূলত তার থেকেই তার অনুপ্রেরণা। এর আগেও তিনি ফুটবল খেলতেন পাশাপাশি টিম তৈরি করেছিলেন, সেখানে অনেকেই চলে যাওয়াতে তার মন ভেঙে যায় । এর পরেই খো খো খেলায় দিকে নজর দেন তিনি। খো খো খেলতে কোন খরচা লাগেনা আর, যেহেতু গরিব মানুষের বসবাস সেদিকে তাকিয়েই খো খো খেলার দিকে নজর দেন তিনি।

তাঁর কাছে প্রশিক্ষণ নিয়ে আজকে অনেকেই চাকরির সুযোগ পেয়েছেন অন্যদিকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে খেলাধুলা করে পুরস্কার জিতে নিয়েছে। ভারতের বহু প্রাচীন এই খেলা আবারো এ বাংলায় পুনরুদ্ধার করার জন্য মদন মিত্র খুশি হয়ে তাকে একটি চাকরির ব্যবস্থা করে দেন।

নদীয়ার অ্যাথলেটিক সীমা বিশ্বাসের সহযোগিতায় ২০১৮ সালে রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ক্রীড়াগুরু সম্মান পান স্বয়ং মুখ্যমন্ত্রী কাছ থেকে। বর্তমানে নদীয়ার গণ্ডি পার হয়ে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খোখো খেলা শেখানোর জন্য বহু অনুরোধ আসছে তার কাছে। তিনি বলেন এটাই আমার সফলতা।

Leave a Reply