নদীয়ায় নজর কাড়ল সোদপুরের মহিলা ঢাকির দল

Social

মলয় দে নদীয়া :-নদীয়া জেলার শান্তিপুর মানেই বহু ঐতিহ্য এবং ঐতিহাসিক নানান কাহিনীর গল্পকথা। শান্তিপুরের বর্তমান ষোল নম্বর ওয়ার্ডের চরজিজিরার বাসিন্দা, যমুনা দেবী হঠাৎ স্বপ্নদেশ পেয়েছিলেন শান্তিপুরের পাবলিক লাইব্রেরির সংলগ্ন কালি মুখার্জির মাঠে বামা কালী বা বোম্বেট কালীর আদলে চরজিজিরাতে তার মূর্তি পুজোর। সেই থেকেই চরজিজিরায় শুরু হয়। শান্তিপুরের দ্বিতীয় বোম্বেট কালী বা বামা কালী পূজো। আর এই পুজোকে কেন্দ্র করে শান্তিপুরের অগণিত দর্শনার্থীদের উল্লেখযোগ্য উৎসাহ লক্ষ্য করা যায়।

আজ শোভাযাত্রায় শান্তিপুর বড়বাজার মোড়ে সোদপুর থেকে আগত মহিলা ঢাকি দলের প্রদর্শনী দেখতে ভিড় জমিয়েছেন অগণিত মানুষ। সেই দৃশ্য আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি আমরা।

Leave a Reply