মলয় দে নদীয়া:- প্রতিবছর ফাল্গুন মাসের প্রথম রবিবার থেকে চৈত্র মাসের প্রথম রবিবার পর্যন্ত এক মাস ধরে ফুলিয়ার উমাপুরে চলে শ্রীকৃষ্ণের জন্ম, রাসলীলা, পুতনা রাক্ষসী বধ, বকাসুর বধ, নানান জীবন পর্যায় গান নাচ অভিনয় করে দেখান পাড়ার ১৮ বছর বয়সের নিচে ছেলেরাই। দেশভাগের পর বাংলাদেশের ঢাকার এই ঐতিহ্য রীতি নীতির পরম্পরা হিসেবে ধরে রেখেছে গোটা নদীয়ার ফুলিয়ার উমাপুর।
এবারে তাদের সামাজিক দায়িত্ব পূরণের পালা। প্রচন্ড গ্রীষ্মে ব্লাড ব্যাংকে যখন খরা চলে, উমাপুরের ধর্মপ্রাণ যুবকদের রক্তে শতাধিক মানুষ প্রাণ ফিরে পায়।জানা যায় রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এলাকার যুবকদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।