অশোকনগর : কোন নামিদামি শিল্পী নয়,পাড়ার এক দশম শ্রেণীর পাঠরত ছাত্রীর তুলির টানে রামকৃষ্ণ পল্লী পথিকৃৎ গোষ্ঠীর অঙ্গনা রায়।ভাবনায় ছিল পরিবেশ সচেতনতা বিষয়।পথিকৃৎ গোষ্ঠীর এই বছর ৩০ তম বর্ষের উদযাপন।
তবে এই বছর গতকাল প্রাকৃতিক বিপর্যয় কারনে সিএাং ঘূর্নিঝড় আশঙ্কায় শ্যামা পূজা আয়োজক সমস্ত কমিটি গুলো আশঙ্কায় ছিল।যদিও বিপজ্জনক প্রাকৃতিক বিপর্যয় না ঘটলেও ঝিরিঝিরি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া জনজীবনে ভীষণ ভাবে প্রভাব বিস্তার পড়েছে। সেই কারনে বিভিন্ন পূজা মন্ডপ সজ্জায় ফুটিয়ে তুলতে সমস্যার সম্মুখীন হতে হয়।
এই সমস্ত অসুবিধার মধ্যে ও অশোকনগর কল্যানগড় পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডে পরিবেশ সচেতনতার ফুটিয়ে তুলেছেন ছোট্ট কুমারী শিল্পী।তার এই অসাধারণ প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ।শিলপী এই বছরের শিল্প প্রতিভাকে ধরতে গিয়ে বলেন বর্তমান পরিবেশে প্রচুর পরিমাণে বৃক্ষছেদন হচ্ছে এবং জলের যথেষ্ট পরিমাণে অপচয় রোধে তার এই বছরের ভাবনা চিন্তা।