সমাজ ও পরিবেশ সচেতনতার বার্তা ! জলপাইগুড়ি থেকে নদীয়ার শান্তিপুর সাইকেল যাত্রা বিএসএফ জওয়ানের

Social

মলয় দে নদীয়া :-সমাজ ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে জলপাইগুড়ি থেকে শান্তিপুর পর্যন্ত সাইকেল যাত্রা করলেন এক বিএসএফ জওয়ান ৷ ঘটনার বিবরনে জানা যায় যে, নদীয়ার শান্তিপুরের চরপানপাড়ার বাসিন্দা সুজয় সাঁতরা কেন্দ্রীয় সীমান্তরক্ষী বাহিনির জওয়ান ৷ তিনি তার ১০বছরের কর্মজীবনে দেখেছেন যে, সাধারন মানুষ এখনো অনেক বিষয়েই অসচেতন ৷ তাই তাদেরকে সচেতন করার জন্যই তিনি দীর্ঘ পথ সাইকেল যাত্রা করেছেন ৷ ঐ বিএসএফ জওয়ান সুজয় সাঁতরা জানান যে, সাইকেল হলো পরিবেশ বান্ধব যান ৷ তাই সাইকেল বেশী ব্যবহার করলে জ্বালানীর খরচ যেমন বাঁচবে সেই সঙ্গে প্রাকৃতিক সম্পদ পেট্রল ডিজেল সাস্রয় হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ কমবে ৷ একই সঙ্গে সাধারন মানুষ যদি মাসে একটি করে গাছ লাগায় তাহলে বছরে বারোটি গাছ বৃদ্ধিপাবে ৷ অনেকেই বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় ৷ ফলে কঠিন অবস্থার মধ্যোদিয়ে বাবা মায়ের শেষ জীবন কাটে ৷ এসব বন্ধ হওয়া দরকার ৷ এমনই বিভিন্ন বিষয় যেগুলি তাকে পীরা দেয় সেই বিষয়গুলি নিয়ে মানুষকে সচেতন করার জন্যই তিনি দীর্ঘ পথ সাইকেল যাত্রা করেছেন বলেও সুজয়বাবু জানান ।

Leave a Reply