মলয় দে নদীয়া :- টালিগঞ্জের হরিদেবপুরের বাসিন্দা পার্থপ্রতিম ঘোষ, ব্যবসায়িক কারণে শান্তিপুরে আসতেন বহু বছর আগে থেকে। এখানকার প্রসিদ্ধ নিখুঁতি রসগোল্লা বেশ কিছু মিষ্টান্ন তাঁত শাড়ি কিনতে এসে নিয়ে যেতেন তিনি। এরপর সেখানে ১৯৫৪ সাল থেকে পুজো হয়ে আসা কালী মূর্তির মৃৎশিল্পীরও বদল ঘটে, শান্তিপুরের চৌগাছা পাড়ার সুধীন পালের, হাতে গড়া কালী প্রতিমা ১২ বছর আগে থেকে পাকাপাকি ভাবে ঠাঁই নেয় টালিগঞ্জে। করোনা পরিস্থিতির মধ্যে গত দু বছরেও তার ব্যতিক্রম হয়নি। ও এবছরের প্রতিভা অর্ডার দেওয়া হয়েছিলো দুর্গাপুজোর পর, যদিও দুর্গা প্রতিমাও নির্মিত হয়েছিল এখান থেকেই।
অ্যাথলেটিক কালচার এসোসিয়েশনের কালী প্রতিমা নিতে প্রতিম বাবুর সাথে এবার এসেছেন সহ-সম্পাদক অশোক গুহ বিশ্বাস। তারা জানান, প্রাকৃতিক দুর্যোগের জন্য প্লাস্টিক আনা হয়েছে তবে রাস্তার ভয়ঙ্কর পরিস্থিতির কারণে দুশ্চিন্তা পিছু ছাড়ছে না। তাই এবার বাধ্যহয়েই গুপ্তিপাড়া হয়ে দিল্লি রোড ধরে যেতে চলেছেন ম্যাটাডোরে প্রতিমা নিয়ে।