মলয় দে, নদীয়া:- নদীয়া জেলার শান্তিপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস । শান্তিপুরের এই স্বেচ্ছাসেবী সংগঠন প্রয়াস এর উদ্যোগে আজ শান্তিপুর কাসারি পাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে চৌগাছা পাড়া রথ তলা বড়বাজার সহ শান্তিপুরের বিভিন্ন অঞ্চলে পার্থেনিয়াম দূরীকরণ কর্মসূচি পালন করে।
প্রথমে গাছগুলিকে কেটে তার ওপরে মেট্রবুজিন স্প্রে করা হয় পাশাপাশি এলাকার প্রতিটি মানুষকে এই পার্থেনিয়াম সম্পর্কে সচেতন করা হয়। সংস্থাটি এর আগেও শান্তিপুরের বিভিন্ন স্থানে- শান্তিপুর থানা, পশু হসপিটাল, বিভিন্ন পড়ে থাকা জায়গায়, কখনো স্কুলপড়ুয়া দের সাথে নিয়ে কখনো বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে নিয়ে এই কাজ করে চলেছে।