মলয় দে নদীয়া:- লাল হলুদ এবং সবুজ মেরুনের লড়াই আজন্ম চিরাচরিত, মাঠ পেরিয়ে পৌঁছে যায় খাবার পাতে ইলিশ চিংড়িতেও। প্রচন্ড শান্ত স্বভাবের কর্মব্যস্ত মানুষটিও গর্বের সঙ্গে বিতর্কে অংশ নেয় ইস্টবেঙ্গল মোহনবাগান এর বিষয়।
আগামী ১৪ ই ডিসেম্বর জি বাংলা চ্যানেলে দাদাগিরি সিজন ৮এ সরাসরি সেই দৃশ্যই দেখা যাবে।
গত ১০.১২.২০১৯ এক অডিশনে মোহনবাগান এর পক্ষে মূলমঞ্চে সৈকত বাগচী (শান্তিপুর), মধুরিমা গোস্বামী(শান্তিপুর) উৎসব মুখার্জি (বিরাটি)
ইস্টবেঙ্গলের পক্ষে পারিজাত মৈত্র (শ্যামনগর), শুভেচ্ছা বাগচী (কল্যাণী), অর্ণব বক্সী (বিরাটি) উপস্থিত হন।
শান্তিপুর মেরিনার্স এর সদস্য প্রত্যুষ মহলদার নিজে হাতে আঁকা সৌরভ গাঙ্গুলীর একটি ছবি উপহার তুলে দেন।
মোহনবাগান ক্যাপ্টেন স্কোয়াডের ডোনা মুখেরজী রাজু দত্ত নদীয়ার গর্ব চৈতন্য মহাপ্রভুর একটি মূর্তি সৌরভ গাঙ্গুলীর হাতে তুলে দেন।
শান্তিপুর মেরিনার্স এর পক্ষ থেকে কলকাতার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবী প্রদীপ চক্রবর্তী এবং শান্তিপুর মেরিনার্স এর বিশেষ ক্রীড়া ব্যক্তিত্ব প্রবীর গোমস এর আন্তরিক প্রচেষ্টার কৃতজ্ঞতা স্বীকার করেন মোহনবাগান সমর্থকরা।
চ্যাম্পিয়ন হলো কে? এ বিষয়ে সম্পূর্ণই গোপনীয়তা বজায় রেখেছে, দুটি দলই। জানতে হলে টানটান উত্তেজনার ১৪ ই ডিসেম্বর রাত ৯:৩০ মি: রাতে চোখ রাখতে হবে টিভির পর্দায়।