মলয় দে নদীয়া :-রাষ্ট্রীয় গতিশীল দিব্যাঙ্গজন সংস্থার তত্ত্বাবধানে ইউনিভার্সাল লিবারাল এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় আজ নদীয়ার শান্তিপুর তিলিপাড়ায় একটি সহায়ক সরঞ্জাম বিতরণ শিবিরের আয়োজন করা হয়। সম্প্রতি কয়েক মাস আগে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের উপস্থিতিতে আবেদনের ভিত্তিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর চূড়ান্ত তালিকা তৈরি হয় সহায়ক সরঞ্জাম প্রদানের বিষয়ে।
সেই তালিকা অনুযায়ী আজ ২৯ টি হুইল চেয়ার এবং ৩২ টি ট্রাই সাইকেল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন, শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ, ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামানিক, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র, বিশিষ্ট চিকিৎসক ডঃ সুজন দাস,স্থানীয় ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দীপঙ্কর সাহা, বিশিষ্ট সমাজসেবী অরিন্দম পাল,সিপিডিয়ার নদীয়া সাধারণ সম্পাদক অরুন দাস, বিশেষভাবে সক্ষম শিল্পী শিবানী ঘোষ সহ বহু বিশিষ্ট জন।