মলয় দে নদীয়া :-ভর সন্ধ্যায় চার চাকা গাড়ি থেকে দুষ্কৃতীরা মোটর সাইকেল আরোহীর নাকে অজ্ঞান করা পাউডার ছুড়ে, ব্যর্থ হলো শেষে,তবে পথের পাশেই অচৈতন্য অবস্থায় পড়ে রইলো মোটরসাইকেল আরোহী। এলাকার পথ চলতি মানুষের তৎপরতায়, উদ্ধার।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর গোবিন্দপুর গলায় দড়ি বটতলা সংলগ্ন লক্ষীতলায়।
গোবিন্দপুরের বাসিন্দা ২৮ বছরের যুবক দেবব্রত রায় পেশায় ক্রিকেট কোচ। তার একটি পায়ে সমস্যা থাকার কারণে ভারতীয় প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্য। অন্য আর পাঁচটা দিনের মতো মাঠ থেকে, খেলাধুলার শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয় সন্ধ্যা সাড়ে সাত টা নাগাদ, শান্তিপুর এক নম্বর রেলগেটের কাছে এসে, প্রতীক্ষায় থাকে গেট ওঠার। ঠিক সে সময় বাঁদিকে একটি সাদা রঙের আরটিকা গাড়ি থেকে তাকে লক্ষ্য করা হয়। ওই গাড়ির চালক এবং চারটি আসনে একজন ছিলেন সামনে, দুজন ছিলেন পেছনে তবে তাদেরকে চিনতে পারেননি দেবব্রত বাবু । অপহরণ করার মতন, কোন বিষয়ে তিনি আন্দাজ করতে পারছেন না তবে সাময়িকভাবে গলায় সোনার চেন এবং মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই হয়তো এই দুষ্কর্ম। শান্তিপুর হাসপাতালে এক ঘন্টা বাদে সে কিছুটা স্বাভাবিক হয়ে, আমাদের জানান রং বুঝতে পারেননি তবে ঝাঁজালো কিছু একটা গন্ধ যুক্ত এক মুঠ পাউডার তার মুখ লক্ষ্য করে ছুঁড়ে দেয় ওই গাড়িতে চালকের পাশে বসে থাকা ব্যক্তি। সময় এবং ওই গাড়ির বিবরণ অনুযায়ী শান্তিপুর শহরের মধ্য দিয়ে আসার সময় কোন সিসি ক্যামেরায় গাড়ির নাম্বার পাওয়া গেলে, মিলবে দুষ্কৃতীদের হদিশ। এই মর্মে তিনি একটি লিখিত আবেদন জানান শান্তিপুর থানায়।