নদীয়া থেকে দুর্গা প্রতিমা রওনা দিল কলকাতায়, যার মধ্যে একটি পুজো দেখেছেন স্বয়ং নেতাজী সুভাষচন্দ্র বসু

Social

মলয় দে নদীয়া:- সম্প্রতি রাজ্যের একের পর এক অসাধারণ শিল্পকর্মের দূর্গা প্রতিমা বানানোর নির্ভরযোগ্য স্থান হিসেবে নদীয়ার শান্তিপুরকেই বেছে নিয়েছেন অনেকে। তাই বিভিন্ন মৃৎশিল্পীদের কারখানা থেকে রাজ্য এবং রাজ্যের বাইরে পাড়ি দিচ্ছে আসন্ন শারদ উৎসব উপলক্ষে দুর্গা প্রতিমা। যার মধ্যে অন্যতম সৌরাজ বিশ্বাসে শ্যামবাজারের কারখানা। কিছুদিন আগে কলকাতায় তিনটি বিখ্যাত পুজোর দুর্গা প্রতিমা রওনা দেওয়ার খবর তুলে ধরেছিলাম আমরা।

আবারো একই সাথে তিনটি অসাধারণ শিল্পকর্মের দুর্গা প্রতিমা রওনা দিলো কলকাতার উদ্দেশ্যে। যদিও বরানগর এবং টালা ব্রিজ এলাকায় দুটি বনেদী পুজোর প্রতিমা নির্মাণের বরাৎ পেয়েছিলেন শিল্পী, সাথে মানিকতলা বারোয়ারী । প্রত্যেকেই গতকাল রাতে উপস্থিত হয়েছিলেন শান্তিপুরে আজ সকাল হতেই গাড়িতে প্রতিমা গাড়িতে তোলার আয়োজন চলে জোর কদমে। তবে প্রকৃতি আজ কিছুটা সহায় থাকার কারণে, দুশ্চিন্তা কিছুটা কমলেও রাস্তর পরিস্থিতি খুব ভালো নয়। তাই উদ্যোক্তারা জানালেন আড়াই ঘন্টার পথ যেতে হবে পাঁচ ঘন্টা ধরে। শান্তিপুরের এক ব্যবসায়ী শুভ্রজ্যোতি গোস্বামী কলকাতার বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ীর কারণে দীর্ঘদিনের যাতায়াত। আর সেই কারণেই কথোপকথন সূত্রে শান্তিপুরের প্রতিমা তৈরীর খোঁজ দেন তিনি। তিনি বলেন, মানিকতলা শিব মন্দির লাগোয়া এই পুজোটি সাথে দেশ বরেণ্য নেতাজি সুভাষচন্দ্র বোস যুক্ত ছিলেন একসময়। এবছর ৯৮ তম বর্ষ মানিকতলা শান্তিনাথ তলার পুজো।

Leave a Reply