নিউজ সোশ্যাল বার্তা, ২৭শে নভেম্বর ২০১৯, শঙ্খ শুভ চক্রবর্তী: কৃষ্ণনগর সদর মহকুমা শাসক শ্রী সৌমেন দত্ত মহাশয়ের উৎসাহে,কোজাগরী মহিলা ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে নদীয়া জেলায় সর্বপ্রথম পরিবেশবান্ধব হস্তশিল্পের উৎপাদন শুরু হতে চলেছে দক্ষিণ শিববাড়ি, শক্তিনগর এলাকায়। নদী-নালা-খাল-বিলের প্রধান শত্রু কচুরিপানা থেকে তৈরি হবে বিভিন্ন হস্তশিল্প সম্ভার ও দৈনন্দিন ব্যবহার উপযোগী ব্যাগ। একইসাথে কচুরিপানা পচিয়ে তৈরী হবে জৈবসার যা অর্গানিক ফার্মিংয়ের সহায়ক হবে।
এই উদ্যোগের ফলে জলাশয় বাঁচানোর পাশাপাশি বিকল্প রোজগারের সুযোগ আছে। কোজাগরী সমবায়ের চেয়ারপার্সন শ্রীমতি নন্দিতা ঘোষ জানালেন, সাধারণ মানুষের মধ্যে কচুরিপানা থেকে তৈরি হস্ত শিল্পের প্রতি আগ্রহ তৈরি হয়েছে, যা খুবই উৎসাহব্যঞ্জক। “সেভ জলঙ্গি (নদী সমাজের)” যুগ্ম-সম্পাদক, শ্রী কৌশিক সরকার জানালেন যে তারা এই উদ্যোগের পাশে সর্বতোভাবে আছেন এবং আগামী দিনে সমগ্র জেলায় এই ধরনের উদ্যোগের প্রচার ও সমর্থন চালিয়ে যাবেন।