কৃষ্ণনগর উইমেন্স কলেজে বার্ষিক পুরষ্কার বিতরণী

Social

মলয় দে নদীয়া :-বিগত দু’টি শিক্ষাবর্ষে কোভিড কালে  শিক্ষা প্রতিষ্ঠানে অফলাইন পড়াশোনা হলেও পরীক্ষা হয়েছে অনলাইনে। কোভিড কালে পরীক্ষা দিয়েও বিভিন্ন বিষয়ে যেসব ছাত্রীরা কৃতিত্বের নজির রেখেছে তাদের উৎসাহিত করতেই গতকাল কৃষ্ণনগর উইমেন্স কলেজ তাদের বার্ষিক পুরষ্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এছাড়াও কলেজে নতুনভাবে পুনরায় চালু করা হলো হস্টেল, সাইকেল স্ট্যাণ্ড, কম্পিউটার ল্যাব, সেমিনার হল, অটোমেটেড লাইব্রেরি।

কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা শ্রীপর্ণা দত্ত জানান কোভিড পরিস্থিতি কাটিয়ে এই কলেজকে আবারও নতুনভাবে এগিয়ে নিয়ে চলেছেন অধ্যক্ষা ডঃ নাতাশা দাশগুপ্ত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মিতা বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক মানস কুমার সান্যাল, জেলার আরও দুটি কলেজের অধ্যক্ষ এবং প্রাক্তনীরা।

Leave a Reply