মলয় দে নদীয়া :-আজ ব্যস্ততম কল্যাণীর আইটিআই মোড়ে চপ, ঝালমুড়ি, ঘুগনি, চা, কচুরিপানা ইত্যাদি নিয়ে পসরা সাজিয়ে শনিবার প্রতীকী বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চার কর্মীরা। উপস্থিত ছিলেন বনগাঁ সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক বিশ্বরূপ ঘোষ। তাকে এই বিক্ষোভ কর্মসূচির কারণ জানতে চাইলে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী টাটা মেটালিকস এর খড়্গপুরের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে ছাত্র-ছাত্রীদের সামনে ঘুগনি, ঝালমুড়ি, চা বেচার কথা বলেছেন। তারই বিরুদ্ধে সোচ্চার হয়ে তারা প্রতিকী এই বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং তারা বিনা পয়সায় পথিকদের হাতে চা, ঝালমুড়ি, ঘুগনি তুলে দেন বলে জানান।