নদী বাঁচাও অভিযান, পথে এপিডিআর এবং যুক্তিবাদী সমিতি

Social

মলয় দে নদীয়া :- সমগ্র দেশ জুড়ে জুড়ে নদী লুট চলছে, নদীতে দখলদারি করছে কর্পোরেটরা এবং নদীকে সুচতুরভাবে বেসরকারিকরনণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে সমগ্র দেশ জুড়ে নদী বাঁচাও অভিযানের ডাক দেওয়া হয়েছে। নদী বাঁচাও অভিযানের সমর্থনে আজ এপিডিআর নবদ্বীপ শাখা(প্রস্তুতি কমিটি) এবং ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি’র নবদ্বীপ শাখা যৌথভাবে পোস্টার কর্মসূচি পালন করলো।

বিজ্ঞান ও মানবতাবাদী কর্মী প্রতাপ চন্দ্র দাস বলেন, ” গঙ্গার ভাঙন রোধে সরকারের তেমন কোনো সক্রিয় ভূমিকা নেই। নদী সংস্করনের জন্য টাকা বরাদ্দ হলেও তা খরচ হচ্ছে না। বরং নদী বুজিয়ে, নদীর উপর বাঁধ, বাঁধাল নির্মাণ চলছে। মাটি মাফিয়াদের নদী কেটে মাটি উত্তোলন চলছে। নদীতে মূর্তি বিসর্জন দিয়ে নদীকে দূষণ করা হচ্ছে। এসব বন্ধ করতে সরকারের সদইচ্ছে থাকাটা যেমন জরুরি, পাশাপাশি জনগনকেও সচেতন হতে হবে। এসবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদে পথে নামতে হবে। নচেৎ ভবিষ্যতে নদীকে বাঁচানো সম্ভব হবে না। “

Leave a Reply