দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর  ৭৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে আবক্ষ মূর্তিতে মাল্যদান সহ নানান কর্মসূচি

Social

মলয় দে নদীয়া :-আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর আজ ৭৭ তম জন্মজয়ন্তী।

উল্লেখ্য, রাজীব গাঁধীর জন্ম ১৯৪৪-এর ২০ অগাস্ট। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধী ও ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর প্রপ্রৌত্র রাজীব গাঁধী। তিনি ছিলেন ভারতের নবম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার আগে তিনি ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক। ১৯৮১ থেকে এই পদে ছিলেন তিনি। ১৯৮৪-তে ইন্দিরা গাঁধী আততায়ীদের গুলিতে মারা যাওয়ার পর রাজীব গাঁধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১৯৮৯ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তিনি।
দেশে কম্পিউটার বিপ্লবের জনক মনে করা হয় রাজীব গাঁধীকে। মাত্র ৪০ বছর বয়সে দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী রাজীব গাঁধী। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গাঁধী প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিয়ে কম্পিউটারের ব্যাপক প্রয়োগের ওপর গুরুত্ব আরোপ করেছিলেন। দেশে কম্পিউটারের ব্যবহারে জোর দিতে গিয়ে তাঁকে বিরোধিতার মুখে পড়তে হয়েছিল। তাঁর সমালোচনাও হয়েছিল। কিন্তু নিজের লক্ষ্যে অটল ছিলেন তিনি। ১৯৯১-তে তামিলনাড়ুতে ভোটের প্রচারের সময় আততায়ীর আত্মঘাতী হামলায় প্রয়াত হয়েছিলেন রাজীব গাঁধী।

এ রাজ্যসহ দেশের বিভিন্ন স্থানে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গাঁধীর জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচীর আয়োজন করেছে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থক বৃন্দ।
শান্তিপুর শহর কংগ্রেসের উদ্যোগে তার আবক্ষ মূর্তিতে মাল্যদান করা সহ নানান কর্মসূচির আয়োজন করা হয়।
আইএনটিইউসি জেলা সভাপতি অলক চক্রবর্তী শান্তিপুর শহর কংগ্রেস সভাপতি রাজু পাল, সহ ছাত্র যুব সংগঠনের নেতৃত্বরা আজ উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্যর মধ্য দিয়ে সাধারণ মানুষকে বর্তমান কেন্দ্রীয় সরকারের জাতপাতের রাজনীতি ,বিভিন্ন অনাচার এবং দুর্নীতির কথা তুলে ধরেন অন্যদিকে কংগ্রেস আমলে জনহিতকর সিদ্ধান্ত নেওয়া সুফল আজও সাধারণ মানুষ কিভাবে উপভোগ করছে তা সবিস্তারে বর্ণনা করা হয়।

Leave a Reply