সোশ্যাল বার্তা : জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলা তথা রামনগর এক ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় বিশেষ করে উপকূলবর্তী এলাকার জনসাধারণের মধ্যে বিশেষ সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১২ই সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জেলা জুড়ে চলবেই বিশেষ প্রশিক্ষণ শিবির বলে জানান এনডিআরএফ টিমের সেকেন্ড ব্যাটেলিয়ান ইন্সপেক্টর রাজ কুমার শীল। গতকাল রামনগর এক ব্লকের সেল্ফ হেল্প গ্রুপ বিভিন্ন এনজিও সংস্থা এবং ব্লক স্তরের কাজ করা বিভিন্ন মানুষজন এবং স্থানীয় সিভিক ভলেন্টিয়ার দের নিয়ে বিশেষ সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয় আজ পদিমা ২ অঞ্চলের কর্মীদের এবং স্থানীয় ক্লাব কর্তৃপক্ষ সহ সমাজের বিভিন্ন অংশে যারা কাজ করেন তাদেরকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা হয়।
এনডিআরএফ টিমের কর্মীরা জানান বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকায় প্রায়ই বিভিন্ন দুর্যোগের মধ্যে পড়তে হয় সেই মুহূর্তে কি করনীয় এবং কিভাবে দ্রুত মোকাবিলা করা যায় সাধারন মানুষদের মধ্যে সেইসব প্রশিক্ষণ থাকলে অনেক ক্ষেত্রে দুর্যোগ এড়ানো সম্ভব তাই এই প্রশিক্ষণ জরুরী