হাতেগোনা কয়েকটা দিন বাকি ! রং করতে চূড়ান্ত ব্যস্ততা কুমোরটুলিতে  

Social

মলয় দে নদীয়া :- হাতে গোনা আর কয়েকটা দিন বাকি। বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা । বিচালি বাধা, মাটির প্রলেপ , প্রায় শেষের দিকে। রং তুলির কাজ হাত দিতেই বাকি । এই বছর প্রতিমার চাহিদা থাকায় রাত জেগে চলছে প্রতিমা তৈরীর কাজ।

দু’বছর করোনা আবহের কারণে সেভাবে প্রতিমার অর্ডার না পেলেও এ বছর প্রতিমার চাহিদা রয়েছে বলে জানান মৃৎশিল্পীরা। প্রতিমা তৈরীর উপকরণের জিনিসের দাম মূল্যবৃদ্ধি হলেও লেবারের সমস্যায় ভুগছেন শিল্পীরা। করোনার আবহের কারণে দুবছর কাজ না থাকায় ভিন রাজ্যে চলে গেছেন মৃৎ শিল্পীরা। শান্তিপুর ব্লকের ফুলিয়া এলাকার মৃৎশিল্পীরা বলেন প্রতি বছরই আমাদের এই প্রতিমা কলকাতাতে যায়। কিন্তু এবছর অর্ডার থাকলেও লেবারের কারণে আমরা অর্ডার ধরতে পারিনি । ফলে প্রতিমা ও তৈরি করেছি কম । এই বছর সাবেকি প্রতিমা , একচালা ঠাকুর ছাড়াও রাজস্থানী মডেলের প্রতিমা তৈরি করেছেন তারা। এ বছর প্রতিমার চাহিদা বাড়ায় খুশি মৃৎশিল্পীরা ।

Leave a Reply