মলয় দে নদীয়া:- ২০১৬ সালের আগে পর্যন্ত মোট ২১ টি বিষয়ের উপরে প্রতিবন্ধী শংসাপত্র পাওয়া যেত যা থেকে চাকরি তে বয়স এবং পদের সংরক্ষণ , সরকারি ভাতা এবং বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পেতেন বিশেষভাবে সক্ষমরা। ২০১৬ সালে থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, শিকল সেল অ্যানিমিয়া এই তিন রক্ত রোগের প্রতিবন্ধী শংসাপত্র পাওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশিকা এসেছে রাজ্য দপ্তর থেকে। তবে হেমেটোলজি বিভাগ থাকার কারণে এযাবৎকাল কলকাতা এন আর এস এবং মেডিকেল কলেজে সারা রাজ্য থেকে রোগীরা যেতেন সার্টিফিকেট সংগ্রহ করতে।
সম্প্রতি রাজ্যের ৩৬ টি ব্লাড কন্ট্রোল ইউনিট এবং মহকুমা হাসপাতালে এখন থেকে এই সার্টিফিকেট উপলব্ধ হবে এমনটাই জানা গেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে। আর তার ফলেই অনেকটা স্বস্তি এনেছে, রোগীর পরিবার বর্গের কাছে। লক্ষনীয় থ্যালাসেমিয়া আক্রান্তের সংখ্যা এখন সর্বত্র। স্বভাবতই তাদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে এই সার্টিফিকেট বেশ খানিকটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এমনটাই মনে করছেন প্রতিবন্ধী এবং থ্যালাসেমিয়া নিয়ে কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও।
আমাদের সংবাদ পরিবেশনের উদ্দেশ্য প্রত্যন্ত গ্রাম শহরে ঢাকা এ ধরনের রক্ত সংক্রান্ত রোগীদের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য। তবে আপনাদের প্রচুর পরিমাণে শেয়ারেই তা একমাত্র সম্ভব।