দেবু সিংহ,মালদাঃ- মালদা জেলার বামনগোলা ব্লকে জগদ্দলা গ্রাম পঞ্চায়েতে, কাশিমপুর অঙ্গনওয়াড়ী কেন্দ্রে,২০১৭-১৮ সালে তৈরি করা হয় শিশু আলয়ের ঘর। অভিযোগ চার বছর হতে না হতেই ফাটল দেখা দিয়েছে পাকা ঘৈ।এম জি এন আর জি এস ও বি সি ডাব্লু দুই তহবিল থেকে প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় তৈরি করা হয় একটি ঘর । অভিযোগ এত টাকার দিয়ে তৈরি করা ঘর চার বছর যেতে না যেতেই ভেঙে পড়ছে।
ওই শিশু আলয়ে দায়িত্বে থাকা শিক্ষিকা কুন্তী বর্মন জানান খোলা আকাশের নিচে রান্না করতে হচ্ছে এবং ঘরের মধ্যে বাচ্চাদের ক্লাস করানো যাছে না কারন যদি কোন কারণে ভেঙ্গে পরে কোন বাচ্চার কোন ক্ষতি হয় তার দায় কে নেবে ?
এবিষয়ে বামনগোলা বিডিও রাজু কুন্ডু জানান এই রকম কোন খবর আমার কাছে এখনো আসেনি যদি এমন কোন ঘটনা ঘটে থাকে তাহলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। আজই প্রথম সংবাদ মাধ্যমের কাছ থেকে জানতে পেরেছেন। এলাকায় টিম পাঠিয়ে দ্রুত খোঁজ খবর নিয়ে মেরামত ও তদন্ত করার বিষয়ে জানান।