মলয় দে নদীয়া:-নদীয়া জেলার শান্তিপুর ব্লকের গয়েশপুর অঞ্চলের অন্তর্গত হিজুলি মুসলিমপাড়া য় আজ সকাল হতে না হতেই, বেশ নিচু দিয়ে একটি হেলিকপ্টার লাইলন দড়ি থেকে নামানোর একটি যন্ত্র ফেলে রেখে যায়।
এলাকাবাসী এ ধরনের কিছু দেখে অভ্যস্ত না হাওয়ায় বোমাতঙ্কে ভুগতে থাকে। বেশ ভিড় জমে যায়, শান্তিপুর থানায় জানানো হলে, তারা নির্দিষ্ট স্থানে পৌঁছায়। খুব কাছ থেকে দেখার পর বোঝা যায় এটি ভারত সরকারের আবহাওয়া দপ্তর কর্তৃক ফেলে রাখা হয় আবহাওয়া সম্পর্কিত বিভিন্ন তথ্য সংগ্রহের জন্য।
এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হয় বর্তমান দেশের রাজনৈতিক, সামাজিক অস্থিরতার মাঝে জনসাধারণকে অবহিত না করে, এ ধরনের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিচলিত। তাদের কাছে স্থানীয় প্রশাসন, বা সংশ্লিষ্ট দপ্তরের কাছ থেকে যে কোন তথ্য থাকলে আজ এই আতঙ্কের কোন প্রয়োজন হতো না।