জাতীয় সড়কে ডাম্পারের ধাক্কায় ,,,,,,,,,,,,,, গাছের ডাল দিয়ে রাস্তা অবরোধ এলাকাবাসীর! 

Social

মলয় দে নদীয়া:-কষ্ণনগর ভাতজাংলা পালপাড়া ১২ নম্বর জাতীয় সড়কের ওপর ডাম্পারের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়।

মঙ্গলবার এই ঘটনাতে ক্ষুব্ধ এলাকাবাসী। প্রসঙ্গত উল্লেখ করা যায় পালপাড়া ভাতজাংলা এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি আন্ডার পাস। বহুবার তাদের সাথে আলোচনা হয়েছে, পথ অবরোধ হয়েছে, অনেক মৃত্যু ঘটেছে দুর্ঘটনায়। মঙ্গলবার আবারো মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন।

মৃত ব্যক্তির নাম সুবীর ভুইত। বয়স আনুমানিক ৬৫ বছর, বাড়ি ভাতজাংলা পালপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধ রাস্তার ওপার থেকে ঘাস কেটে ঘাসের বোঝা মাথায় নিয়ে জাতীয় সড়ক পার হয়ে পাল পাড়ার দিকে আসছিলেন। সেই সময় একটি কলকাতা গামী ড্রাম্পার দ্রুত গতিতে এসে তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপরে স্থানীয় বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। দীর্ঘক্ষণ পর পুলিশের আশ্বাসে অবশেষে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

Leave a Reply