সোশ্যাল বার্তা: ফের মাথাচাড়া দিয়ে উঠলো স্ক্রাব টাইফাস। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় শিশুদের মধ্যে এই রোগ দেখা দিয়েছে। কোলাঘাটের এক বেসরকারি শিশু চিকিৎসা নার্সিংহোমে স্ক্রাব টাইফস আক্রান্ত হয়ে ভর্তি কয়েকজন শিশু। তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়।
ওই নার্সিংহোমের শিশু চিকিৎসক ডা: প্রবীর ভৌমিক জানান স্ক্রাব টাইফাস মূলত পোকার কামড়ে হওয়া একটি রোগ। এই রোগের জন্য দায়ী ‘ট্রম্বিকুলিড মাইট’ নামক এক ধরনের পোকা। এগুলো মূলত ঝোপঝাড়ের মধ্যে থাকে। বর্ষায় যেহেতু গাছপালা, ঝোপঝাড়ের সংখ্যাটা বেড়ে যায়—তাই স্ক্রাব টাইফাসের ঝুঁকিও তৈরি হয়। তবে এই মুহূর্তে স্ক্রাব টাইফাস আক্রান্ত সমস্ত শিশু সুস্থ হচ্ছে বলে জানান চিকিৎসক।