মলয় দে নদীয়া:- বাঙালির বারো মাসে তেরো পার্বণ একইভাবে আজ মকর সংক্রান্তি। বাঙালির প্রত্যেকটা উৎসবে আবেগের সাথে মেতে ওঠে গোটা বাঙালী। কিন্তু করোনা গ্রাস করেছে সব কিছুরই, সাধারণ মানুষকে সচেতন হয়েই উৎসব গুলি কোনরকমে পালন করতে হবে।
শুক্রবার সকাল থেকেই গোটা শান্তিপুর শহরে সাধারণ মানুষকে আরো বেশি করে সচেতন করতে করোনার সচেতনতা প্রচার অভিযান করল শান্তিপুর অঙ্গনওয়ারী কর্মী সহায়িকা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। শান্তিপুর শহরের রাস্তার পথচলতি সাধারণ মানুষকে মাস্ক বিতরণ করলেন তারা। পাশাপাশি রাস্তায় পথচলতি অসচেতন মানুষদের মুখে মাস্ক পরিয়ে দিলেন।
প্রতিদিনই যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা খুবই উদ্বেগজনক আবার নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলেছে স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে জেলা প্রশাসনের। জেলা প্রশাসনের পক্ষ থেকেও প্রতিদিনই করা হচ্ছে সচেতনতা প্রচার অভিযান, একইভাবে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও একই কর্মসূচি পালন করছেন।