চক্রস্তরীয় আন্ত: প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

Social

নিউজ সোশ্যাল বার্তা,২৬ শে নভেম্বর ২০১৯,মলয় দে নদীয়া:- নদীয়া জেলার ফুলিয়া কৃত্তিবাস স্কুল মাঠে পাঁচটি অঞ্চল এবং পৌর সভার অর্ধেক অংশে মোট ৮১ টা স্কুল নিয়ে অনুষ্ঠিত হলো চক্র স্তরীয় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

বিভিন্ন বিদ্যালয় থেকে আনুমানিক ৩৫০জন ছাত্র-ছাত্রী এই প্রতিযোগিতায়  অংশগ্রহণ করে লং জাম্প, বিভিন্ন বিভাগের দৌড়, হাই জাম্প, সহ নানা বিষয়ে। উক্ত চক্রস্তরীয় থেকে মহুকুমা স্তরে প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকারী কে সুযোগ দেওয়া হবে। আগামী ৩০শে নভেম্বর বীরনগর বিভূতি পার্ক ময়দানে মহকুমার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু ,উদ্বোধক শান্তিপুর পৌরসভার পৌরপতি অজয় দে, জেলা পরিষদের প্রবীণ সদস্য নিমাই বিশ্বাস, জেলা ক্রীড়া সমন্বয়ক দীপক প্রামানিক, এস আই বিপ্লব বিশ্বাস (নতুন চক্র), এসআই অরূপ রতন দাস (শান্তিপুর চক্র) শান্তিপুর ব্লকের এ আই অজিত দাস,বিশিষ্ট শিক্ষক চঞ্চল চক্রবর্তী সহ প্রাথমিক বিদ্যালয় সমূহের বিশিষ্ট শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

Facebook: News Social Barta 24×7

Whats app: 9434158779