বেহালা রাস্তা ! রাস্তাতে ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা

Social

সোশ্যাল বার্তা: লাল মাটির মোরাম রাস্তা দীর্ঘদিন প্রশাসনকে জানিও কোন লাভ হয়নি ময়না ব্লকের বলাইপণ্ডা থেকে পাঁশকুড়া যাওয়ার গোকুলনগর পঞ্চায়েতের গৌরী গড় থেকে কালই পর্যন্ত। রাস্তার উপর ধানের গাছ লাগিয়ে এলাকাবাসীরা বিক্ষোভ দেখালো রবিবার।

এলাকাবাসীদের অভিযোগ যে গোকুলনগর অঞ্চলে গৌরী গড় থেকে কালই পর্যন্ত লাল মাটির মোড়াম রাস্তা দীর্ঘদিন ধরে চলাচলের অযোগ্য। গ্রাম পঞ্চায়েত ও বিডি অফিসে অভিযোগ জানিয়ে কোন লাভ হয়নি। দীর্ঘদিন ধরে এই রাস্তায় ছাত্র-ছাত্রী থেকে নিত্যযাত্রীরা সাইকেল মোটর সাইকেল ভ্যান গাড়ী ট্রেকার নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনা কবলে পড়ে। প্রায় রাতের অন্ধকারে দুর্ঘটনা লেগে থাকে। কিন্তু প্রশাসনে কোন ভ্রূক্ষেপ নেই। প্রশাসন কোনে এক অজ্ঞাত কারনে নির্বিকার ৷ বেহাল রাস্তায় বর্ষার কারণে যাতায়াত করা যাচ্ছে না, অতিবর্ষণ হলে এই রাস্তা যাতায়াতের পক্ষে আরো বিপজ্জনক হয়ে উঠবে।তাই এলাকাবাসীরা ধানের গাছ লাগিয়ে রাস্তা সারানোর দাবিতে বিক্ষোভ দেখায়। এই বিক্ষোভ সামিল হয় নিত্যদিনে যাতাযাত করা স্কুল শিক্ষকরাও যাদের তিক্ত অভিজ্ঞতা দীর্ঘ দিনের ।

Leave a Reply