মলয় দে নদীয়া :-একশো ষোল বছরের প্রাচীন প্রাচীন ও ঐতিহ্যবাহী নবদ্বীপ সাধারণ গ্রন্থাগারে সংরক্ষিত রয়েছে বহু প্রাচীন, দুষ্প্রাপ্য পুঁথি, যা সমগ্র বাংলা তথা প্রাচীন ভারতের ইতিহাস আজও অক্ষত অবস্থায় লিপিবদ্ধ রয়েছে প্রাচীনতম এই গ্রন্থাগারের আলমারিতে। প্রাচীন এইসব পুথীর মধ্যে গাছের ছাল থেকে শুরু করে হাতে তৈরি কাগজ ও তালপাতার পুঁথিও রয়েছে বলে জানান সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নিশীথ বন্দ্যোপাধ্যায়। মোট আড়াই হাজারেরও বেশি প্রাচীন পুঁথি ও দুষ্প্রাপ্য বই রয়েছে এই সংগ্রহ শালার অধীনে। আগামী দিনে এইসব দুষ্প্রাপ্য পুঁথি ও গ্রন্থ গুলিকে সমাজের বুকে তুলে ধরতে ও সঠিকভাবে সংরক্ষণ করার লক্ষ্যে ইতিমধ্যেই সিএসএসএস সি ও সাধারণ গ্রন্থাকারে যৌথ উদ্যোগে ডিজিটালাইজেশনের কাজ শুরু হয়েছে। এখনো পর্যন্ত এক হাজারেরও বেশি পুঁথি digitalization করা হয়েছে বলেও এই দিন জানার নিশীথ বাবু। তবে গুরুত্বপূর্ণ এই কর্মকান্ডটি চালাতে গিয়ে গ্রন্থাগারে পর্যাপ্ত কর্মী ও অর্থের অভাবে ডিজিটালাইজেশনের কাজ অনেকটাই বাধা প্রাপ্ত হচ্ছে বলেও এই দিন জানান তিনি।
গ্রন্থাগারের সংগৃহীত প্রাচীন পুঁথি গুলি ডিজিটালাইজেশন হওয়ার পর সর্বসাধারণের জন্য তা ওয়েবসাইটে আপলোড ও ক্যাডলকিং করা হবে। তবে কাজটি সম্পূর্ণ হতে এখনো প্রায় দু মাস সময় লাগতে পারে বলেও এই দিন জানান সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক নিশীথ বন্দ্যোপাধ্যায়।