রাস্তার শিশুদের নিয়ে কাজ করে চলেছে — পথশিশু সেবা সংগঠন

Social

নিউজ সোশ্যাল বার্তা: সালটা ছিলো ১৯৮৮। ইতালির বাসিন্দা ব্রাদার লুসিও বারিনোতি বাংলাদেশে আসেন। বাংলাদেশের পথ শিশুদের কষ্ট দেখে মনে দাগ কাটে তার। কিন্তু তাকে দেশে ফিরে যেতে হয় । ২০০৬ সালে আবার আসেন পুরোপুরি ভাবে শিশুদের জন্য কাজ করতে। বর্তমানে আশ্রয় স্থল ঢাকার মোহাম্মদপুরের একটি বস্তিতে। বাড়ি ভাড়া নিয়ে সাধারণভাবে জীবন যাপন করেন ।পথশিশুদের দেখাশোনা করার জন্য, নিয়মিত চিকিৎসার জন্য ‘পথ শিশু সেবা সংগঠন’ তৈরি করেন ।

     বর্তমানে প্রায় ১০০ জনের মতো সদস্য রয়েছে বিভিন্ন ধর্মালম্বী মানুষদের নিয়ে। রাস্তায় কোথাও কেউ বিপদে পড়লে,কারো হাত পা কেটে গেলে বিনামূল্যে চিকিৎসা করেন এই পথ শিশু সেবা সংগঠন । বর্তমানে তিনি বাংলাতে কথা বলেন সাবলীলভাবে । তার মতে বাচ্চাদের ভালোবাসা দরকার। যার মাধ্যমে দিয়েই তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে । তার বিশ্বাস এমন একদিন আসবে যেদিন কোন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রয়োজন হবে না সবাই স্বাবলম্বী হবে। তার কাজের মাধ্যম দিয়েই তিনি আজ লুসিও ভাই নামে পরিচিত হয়ে উঠেছেন। লুসিও ভাইয়ের মতোই আমাদের সবার এই পথ শিশুদের জন্য এগিয়ে আসা উচিত সুস্থ সমাজ গঠনে ।

 

 

(তথ্য ও চিত্র: ইউটিউব )