প্রান্তিক মানুষের সাহায্যে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ টাকা

Social

অঞ্জন শুকুল, কৃষ্ণগঞ্জ: এক দিকে করোনা অন্যদিকে আমফান ঝড় সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত করে তুলেছে । বর্তমানে দিন আনা দিন খাওয়া মানুষেরা খুব সমস্যার মধ্যে আছেন। অনেকে তাদের পেশা পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ।

এই সব প্রান্তিক মানুষের সাহায্যে এগিয়ে এল নদীয়া জেলার কৃষ্ণগঞ্জের
নালুপুর গ্রামের কিছু যুবক । এই ব্রক এর ই নালুপুর মুক্ত মঞ্চ গড়ে কয়েক জন যুবক গতকাল ১৫০ জন দু:স্থ পরিবারের পাশে দাঁড়ালেন তারা।

লকডাউনের দুই মাস পর ও আমফানের কারনে কোনো কাজ নেই তাই তারা আলু থেকে ডিম মোট ১০ রকমের খাদ্য দ্রব্য ও নগদ ২০০ টাকা প্রত্যেকের হাতে তুলে দিলেন । এই প্রথম নগদ টাকা গরিব মানুষের সাহায্য বলে জানালেন ট্রান্সপোর্ট এর মধ্যে একজন । যুবকদের এই ভূমিকায় খুশি স্থানীয় জনসাধারণ ।

Leave a Reply