মলয় দে নদীয়া :-আজ ১১ই আগষ্ট পবিত্র রাখী বন্ধন উৎসব উপলক্ষে নদীয়া জেলার শান্তিপুরের বড় বাজার গঙ্গার ঘাটে নদী-পরিবেশ রক্ষার জন্য পরিবেশ বান্ধব রাখী বন্ধন উৎসবের আয়োজন করা হয়েছিলো নদীয়ার যুগবার্তা পরিবারের পক্ষ থেকে৷ এদিন সকাল ৭টায় গঙ্গানদীতে কচুরী পানার রাখী ভাসানো হয় এবং বটবৃক্ষকে তালপাতার রাখী পরানো হয় ৷ পরবর্তীতে অখন্ড নদীয়ার দাবীকে সমর্থন জানিয়ে সাধারন মানুষের হাতে রাখী পরানো হয় সংগঠনের পক্ষ থেকে ৷
একই সঙ্গে শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে তাঁকেও শ্রদ্ধা নিবেদন করা হয় ৷ আলোচিত হয় বর্তমান প্রকৃতি রক্ষা এবং দেশবরেণ্যদের কৃতকর্মের কথা। উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, পরিবেশ নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, এবং সমাজের বিভিন্ন স্তরের বেশকিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। সংগঠনের পক্ষ থেকে জানা যায় এ বছর এভাবেই তারা নয় বছর যাবত রাখি পূর্ণিমা উৎসব পালন করে আসছেন।