পোস্টার মেকিং এ সর্বভারতীয় প্রতিযোগিতার চূড়ান্তপর্বে অংশ নিতে দিল্লি যাচ্ছে দাসপুরের ছাত্রী দেবস্মৃতা

Social

নিউজ সোশ্যাল বার্তা, ৭ই ডিসেম্বর ২০১৯: কেন্দ্রীয় সরকারের খণিজ তেল সংরক্ষণ ও গবেষণা সংস্থা (PCRA) কর্তৃক আয়োজিত পোস্টার মেকিং এ সর্বভারতীয় প্রতিযোগিতায় চূড়ান্তপর্বে অংশ নিতে দিল্লি যাচ্ছে দাসপুরের ছাত্রী দেবস্মৃতা ঘড়া। পাঁচবেড়িয়া রামচন্দ্র স্মৃতি শিক্ষা মন্দিরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী দেবস্মৃতা ।

ইতিপূর্বে ২০১৭ নির্মল বাংলার অংকন প্রতিযোগিতায় রাজ্যের সেরা হয়েছিল দেবস্মৃতা । এমনকি PCRA কর্তৃক গত বছর‌ পুরস্কৃত হয়েছিলো। কিন্তু এইবার‌ই প্রথম চূড়ান্ত পর্বে অংশ নিতে ডাক পেয়েছে। দেবস্মৃতার বাবা দেবাশিষ ঘড়া পেশায় শিক্ষক। বাড়ি চেঁচুয়া গোবিন্দনগর, দাসপুর। দেবস্মৃতা আড়খানা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেছিল।তার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মহাশয় শ্রী জয়দেব পাত্র বাবু জানান – ” দেবস্মৃতা প্রথম থেকেই ভালো ছবি আঁকে। এর আগেও অনেকবার জেলায় প্রথম হয়েছে। ২০১৭ সালে রাজ্যে প্রথম হয়েছে। আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী সর্বভারতীয় প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারাই আমরা খুব খুশি।আমরা আশির্বাদ করি ও যেনো সর্বভারতীয় স্তরেও প্রথম হতে পারে।”

দেবস্মৃতা ১৭ ই ডিসেম্বর দাসপুর থেকে রওনা দেবে দিল্লির উদ্দেশ্যে। ১৯ শে ডিসেম্বর দিল্লিতে তার আসল পরীক্ষা। তার দিল্লিতে যাওয়া নিয়ে উৎসাহী তার পরিবার থেকে স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা।