মহরমের প্রাক্কালে সম্প্রতির সেরা নজির নদীয়ার শান্তিপুরে, দুই শতাধিকের অসহায় মানুষদের মধ্যাহ্ন ভোজের সাথে, হিন্দু মুসলিম এক হাড়িতে
মলয় দে নদীয়া :- ভারতের বিভিন্ন রাজ্যের যে ছবি মাঝেমধ্যে উঠে আসে, ইদানিং এ বাংলাতেও দেখা যায় তার ঠিক উল্টো ভাবে সম্প্রীতি নজির আমাদের ডাকঘর মসজিদ সংলগ্ন এলাকায়, মহরমের মধ্যাহ্নভোজের আমন্ত্রণে এসে এমনটাই জানালেন প্রাক্তন ব্যাংক কর্মী অসীম কুমার মুখোপাধ্যায়। সাটুর্ধ গীতা রানী দেবীদের মতন অনেকেই, একাদশীর উপবাস করেছেন তবুও পাড়ার সকলের খাবারের ব্যবস্থা করেছেন দর্গা তলায়। আগামীকাল মহরম । লাঠিখেলার প্রয়োজন আগে ছিল তবে এখন প্রশাসনের তৎপরতায় তার প্রয়োজন হয় না, তাজিয়া এখন অতীত, মানব সেবাই মূল ধর্ম তবে ধর্মীয় উপাচারে বাঁধা নেই যে যার গৃহে পালন করতে পারে, ডাকঘর ডাকঘর মসজিদের প্রাক্তন মতুয়ালি এমনই কথা জানালেন।
মনিকা সরকার তানিয়া বিবিদের মতন মহিলারা জানান আজ সকলেরই রান্নার ছুটি,পাড়ার উৎসব হিসাবে। ওই পাড়ার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কৌশিক প্রামাণিক বর্তমানে শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান, তিনিও জানালেন ছোটবেলা থেকেই এভাবে উৎসবে শামিল হন তার পরিবারও। নিজে হাতে খিচুড়ি চচ্চড়ি আলুর দম চাটনি পরিবেশন করছেন তিনিও।
মূলত ভবঘুরে বৃদ্ধ প্রতিবন্ধীদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হলেও, গোটাপাড়ায উৎসবে পরিণত হয় প্রতি বছরই।