রেকর্ড বিক্রি ! জল রাখার কল লাগানো মাটির কলসির বিক্রি বেড়েছে জানাচ্ছেন বিক্রেতারা 

Social

মলয় দে নদীয়া:- বেশ কয়েকদিন বাদে বাদে স্বস্তির বৃষ্টি হলেও, গ্রীষ্মের তাপদাহ এখনো অব্যাহত বেশকিছু জেলায়। তৃষ্ণার্ত পথচারীদের চাহিদায় বেড়েছে ডাব লস্যি শরবতের মতো বিভিন্ন পানীয়। বাড়িতে ওয়াটার পিউরিফায়ার ফ্রিজ থাকলেও আজও বেশিরভাগ মানুষ ঠান্ডা জল রাখার জন্য উপায় হিসেবে ভরসা করেন মাটির কলসি কে।

মাটির কলসির গায়ের সুক্ষ সুক্ষ অসংখ্য ছিদ্র থাকার ফলে জল থাকে স্বাভাবিক উপায়ে ঠান্ডা। যন্ত্রের মাধ্যমে ঠান্ডা করতে প্রয়োজন হয় ইলেকট্রিক যা এই মুহূর্তে অগ্নি মূল্য। তাই স্বল্প দামে কল লাগানো মাটির কলসির চাহিদা এখন তুঙ্গে। নদীয়ার শান্তিপুর গার্ডেন মোড় এলাকার বেশ কিছু পাল বাড়িতে তৈরি হচ্ছে এই কলসি গুলি।

বিক্রেতারা জানান অন্যান্য বছরের তুলনায় এই বছরে এর বিক্রি অনেকটাই বেড়েছে ।

Leave a Reply