নবদ্বীপ থানায় রক্তদান বিশেষভাবে সক্ষমদের সহায়তা প্রদানের মাধ্যমে মহিলা এবং শিশুদের হেল্প ডেস্ক চালু

Social

মলয় দে নদীয়া :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা অনুযায়ী বিগত করনা পরিস্থিতির সময় থেকে বিভিন্ন পুলিশ জেলার উদ্যোগে চালু হয়েছে রক্তদান শিবির। পুলিশ কর্মী আধিকারিক থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ারেরা এই মহতী কাজে মনোনিবেশ করেছেন তাদের নিজ নিজ থানা এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পূরণের পাশাপাশি।

আজ কৃষ্ণনগর জেলা পুলিশের ঘোষিত কর্মসূচি হিসেবে এসপি ঈশানী পালের নির্দেশ অনুযায়ী নবদ্বীপ থানায় অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বর্গের মধ্যে সহায়ক অবলম্বন হিসাবে লাঠি প্রদান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা, নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আধিকারিকগণ এবং স্থানীয় বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তারা।
নবদ্বীপ থানার পক্ষ থেকে আইসি জলেশ্বর তিওয়ারী জানান , একটি বিশেষ ভবন নির্মাণ করা হয়, শিশু এবং মহিলাদের সহায়তা প্রদানের জন্য। অনেকেই পুলিশের খাঁকি ইউনিফর্ম দেখে অথবা মহিলাদের একান্ত গোপনীয় কিছু কথা পুরুষ পুলিশ কর্মীদের বলতে অসংগতি প্রকাশ করেন।সেই উদ্দেশ্যেই, নবদ্বীপ থানার অন্তর্ভুক্ত নতুন এই ভবনে এখন থেকে মহিলা অভিজ্ঞ পুলিশকর্মীরা ইউনিফর্ম ছাড়াই ২৪ ঘন্টা পরিষেবা দেবেন মহিলা এবং শিশুদের। কিছু কিছু বিষয়ে সেখান থেকে নিষ্পত্তি হলে ভালো, না হলে বিচার বিভাগে হস্তান্তর করবেন তারা।

রক্তদান শিবিরে আজ ১০০ জন পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশ আধিকারিকদের সম্মতি থাকলেও রক্ত সংগ্রাহক দলের সংগ্রহের সীমাবদ্ধতা থাকার কারণে মাত্র ৬০ জন রক্ত দিতে সক্ষম হয়েছেন। তবে এ ধরনের অনুষ্ঠান আগামীতেও ধারাবাহিকতার সাথে চলবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তাগণ।

Leave a Reply